অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গেমভক্তদের জন্য নতুন পোর্টাল আনল ফেসবুক

0

এখন ভিডিওর যুগ। ফেসবুকের পক্ষ থেকেও ভিডিওতে জোর দেওয়া হচ্ছে। গত শুক্রবার ভিডিও গেম স্ট্রিমিংয়ের জন্য একটি পোর্টাল চালু করল ফেসবুক। আমাজনের টুইচ ও গুগলের ইউটিউবকে টেক্কা দিতে ও ই-স্পোর্টস ভক্তদের নিজের দিকে টেনে আনতেই উদ্যোগটি নিল ফেসবুক। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকের এই (fb.gg) অনলাইন সাইটটিকে গেমিং ভিডিওর গন্তব্যস্থল বলে উল্লেখ করেছেন গেমিং ক্রিয়েটর প্রোগ্রাম প্রধান জন ইমা ও পণ্য ব্যবস্থাপক নিক মিলার। এক ব্লগ পোস্টে তাঁরা বলেছেন, ব্যবহারকারীরা গেমিং ভিডিও নতুন গন্তব্যে খুঁজে পাবেন।

লাইভ ও রেকর্ড করা গেমিং ভিডিও এখানে থাকবে। অনেকেই এখন নিউজ ফিড, গ্রুপ বা পেজে এ ধরনের ভিডিও দেখছেন। ভিডিও নির্মাতাদের আরও সাহায্য করার জন্য এটি চালু করা হয়েছে।

ইমা ও মিলার বলেন, ইকোসিস্টেমকে দাঁড় করাতে ও উৎসাহ দিতে এফবি ডট জিজিতে কনটেন্ট যুক্ত করা হবে। কনটেন্ট নির্মাতাদের ও ই-স্পোর্টসে অর্থ দেওয়া হবে।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপোর (ই৩) আগে ফেসবুক এ ঘোষণা দিল।