অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে কাভার্ডভ্যার থেকে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার, দুই পাচারকারী গ্রেফতার

0
.

কাভার্ডভ্যানে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং কভার্ডভ্যানসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা এবং জব্দকৃত কার্ভাড ভ্যানের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব ৭ এর কর্মকর্তারা।

গ্রেফতারকৃত দুইজন হলেন- কক্সবাজারের রামুর হাসু মিয়ার ছেলে মোঃ আবু তাহের (৪০) ও উখিয়ার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আলম (২৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি পাঠক ডট নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যান যোগে বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এ তথ্যের ভিক্তিতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি দল মহানগরীর বায়োজিদ বোস্তামি থানাধীন এনসিসি ব্যাংকের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি কালে সন্দেজনক কাভার্ড ভ্যানটি থামিয়ে এর দুই আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তিতে চট্ট-মেট্রো-অ-১১-০৫৯৯ নাম্বারে কাভার্ডভ্যানটি থেকে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বায়োজিদ বোস্তামি থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।