অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২২০ জনের বিরুদ্ধে মামলা,২১০জনকে পাঠানো হচ্ছে আদালতে

0
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ।

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মোটেল সৈকত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে জামায়াত-শিবিরের সন্দেহে আটককৃত ২১০জন নেতাকর্মীর বিরুদ্ধে মামালা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনসহ মোট ২২০জনকে আসামী করা হয়।

আজ রবিবার (২৪ জুন) সকালে কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানায়।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন পাঠক ডট নিউজকে বলেন, পুলিশের অনুমতি না নিয়ে ‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে তারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংগঠনটি শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংস্কৃতিক শাখা। সেখান থেকে ২১০জন আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মহানগর জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী ও আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির রেজিষ্টার আ জ ম ওবায়দুল্লাহ ও শিবিরের মহানগর দক্ষিণ সভাপতি- সাধারণ সম্পাদক রয়েছেন বলে জানা গেছে। আটককৃতদের সবাইকে কোতোয়ালী থানায় নেয়া হয়েছে। আটক নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আটক ২১০জনকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

*মোটল সৈকত থেকে জামায়াত শিবিরের নেতাসহ ২১০জন আটক