অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টানা বৃষ্টিতে জলমগ্ন নগরী : জনদুর্ভোগ চরমে

0

 

.

গত কয়েকদিনের টানা বর্ষণে বন্দর নগরী চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারনে নগরীর বিভিন্ন রাস্তাঘাট পানির নীচে তলিয়ে গেছে সেই সাথে খানাখন্দে ভরা রাস্তায় যাবনবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন বাসাবাড়ীতে পানি উঠায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সেই সাথে রয়েছে ভারি বর্ষণে পাহাড়ধসের আশংকা।

মৌসুমী বায়ুর প্রভাবে গত তিন দিন টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া লোকজন।
খোঁজ নিয়ে জানা যায়, ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে নগরের চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, খাতুনগঞ্জ, বকশিরহাট, আগ্রাবাদের সিডিএ আবাসিক,হালিশহর, ২ নম্বর গেইট, মুরাদপুরসহ নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আজ সোমবার (২৫ জুন) সকাল থেকেও আকাশ মেঘলা রয়েছে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকাল নয়টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানিয়েছেন, আজ ও আগামীকালও এ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।