অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শুষ্ক চুলের যত্নে জবা ফুলের পাতা

0

জবার ভিটামিন ‘এ’ এবং ‘সি’র পাশাপাশি অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ। ঘরে তৈরি ডিপ কন্ডিশনিং হেয়ার প্যাকে জবা গাছের ফুল ও পাতা দুটিই ব্যবহার করা যায়। তাছাড়া যেকোনো ধরনের জবা ফুলই চুলের জন্য উপযোগী। জবার হেয়ার প্যাক তৈরিতে চুলের জন্য উপকারী কোনো উপাদান যেমন দই, মেথি, মধু যোগ করতে পারবেন। এবার চলুন জেনে নেই জবা পাতার হেয়ার প্যাক কীভাবে তৈরি করবেন?

যা যা লাগবে

জবা ফুলের পাতা ১৫-২০টি

মেথি ২-৩ টেবিল চামচ (মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখবেন)

তৈরির পদ্ধতি:

জবা গাছের পাতাগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিবেন। পাতার ডাল কেটে ফেলুন।

পরিষ্কার করে নেওয়া পাতাগুলো ব্লেন্ডারে নিন। চাইলে এর সাথে কিছু জবা ফুল মিশিয়ে নিতে পারেন।

এবার এতে রাতে ভিজিয়ে রাখা মেথি দিয়ে সব একসাথে ব্লেন্ড করুন। তৈরি হয়ে যাবে জবা ও মেথির হেয়ার প্যাকটি।

জবা পাতার হেয়ার প্যাক যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে চুল পানিতে ভিজিয়ে নিবেন। এরপর চুল স্বাভাবিক নিয়মে বাতাসে শুকিয়ে নিন। চুল হালকা ভেজা থাকা অবস্থায় আপনার পছন্দ মতো জবার যেকোনো হেয়ার প্যাক ব্যবহার করে ফেলুন।

-হাতের আঙুল বা হেয়ার ব্রাশের সাহায্যে সমস্ত চুলে হেয়ার প্যাক লাগিয়ে নিন।

-চুল শাওয়ার ক্যাপে ঢেকে রাখুন। ৩০-৩৫ মিনিট অপেক্ষা করতে হবে।

-পরে স্বাভাবিক নিয়মে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিবেন। তবে বাড়তি কন্ডিশনার ব্যবহারের আর প্রয়োজন নেই।

চুল শুকিয়ে আসলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। যাদের চুল শুষ্ক তারা সপ্তাহে দু’বার এই হেয়ার প্যাক ব্যবহার করবেন। আবার যাদের চুল স্বাভাবিক তারা হেয়ার প্যাকটি একবার ব্যবহার করলেই চলবে।