অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাজীর দেউড়ির সংঘর্ষের ঘটনায় খসরু, আসলাম, শাহাদাতসহ ৪৫৩ জনের বিরুদ্ধে চার্জশীট

0
.

চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংর্ষের ৩টি পৃথক মামলায় ৩ বছর পর দেয়া অভিযোগপত্র আজ বুধবার (৪ জুলাই) আদালত গ্রহণ করেছে।  গত ২০ জুন কোতোয়ালীর এসআই আক্তার হোসেন ৪৫৩ জন নেতাকর্মীকে আসামীকে আসামী দেখিয়ে আদালতে এ অভিযোগপত্র আদালতে জমা দেন।

বিকালে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মাসুমের আদালতে এ অভিযোগপত্রের শুনানী অনুষ্ঠিত হয়। এতে উল্লেখ্যযোগ্য আসামীরা হলেন, উত্তর জেলার সভাপতি আসলাম চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগরের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার সহ-সভাপতি এনামুল হক এনাম, জামায়াত নেতা সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম, শাহজাহান চৌধুরী।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এসি প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী আদালতে চার্জশীর্টের উপর শুনানীর বিষয়টি নিশ্চিত করেছেন।বিস্ফোরক অগ্নিসংযোগ ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক তিনটি অভিযোগপত্র আদালতে জমা দেয়ার পর আজ শুনানী হয়।  আদালত চার্জশীট আমলে নিয়ে আগামী ৯ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছেন

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন পাঠক ডট নিউজকে বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারী কাজীর দেউড়ি বিএনপি অফিসের সামনে ২০ দলীয় জোটের সমাবেশ থেকে পুলিশের উপর হামলা, গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক ৩টি মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে আসামী করা হয়েছিল।  পরে তদন্ত শেষে এসব মামলায় ৪৫৩ জনের নামে আদালতে চার্জশীট দেয়া হয়।