অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাইফার মৃত্যু : অবহেলার দায়ে দুই চিকিৎসককে বহিস্কার

1
.
চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসককে হাসপাতালে কর্মকাণ্ড থেকে অব্যাহতি (বহিস্কার) দেয়া হয়েছে।  সাংবাদিক রুবেল খানের শিশু কন্যা রাইফা খানের চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ প্রমাণ হওয়ায় হাসপাতালটির শিশু বিভাগের দুই চিকিৎসকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
 
হাসপাতাল থেকে বহিষ্কার করা দুই চিকিৎসক হলেন- ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব। একই সাথে চিকিৎসায় অবহেলার অভিযোগ থাকায় শিশু রোগ বিশেষজ্ঞ ডা: বিধান রায় চৌধুরীকে কল না করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তপক্ষ।
 
গতকাল শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানায় হাসপাতাল কর্তপক্ষ।  
 
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. লিয়াকত আলী খান।  তিনি বলেন, শিশু রাইফার মৃত্যুর তদন্তে সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে আমাদের হাসপাতালের দুই ডাক্তার ও  ডা.বিধান রায়ের বিরুদ্ধে চিকিৎসার অবহেলায়র প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১ টি মন্তব্য
  1. Showkat Bin Ashraf বলেছেন

    এটাই কি শাস্তি?