অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে রাইফা খুনের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসায় রাফিদা খান রাইফার মৃত্যুর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বোয়ালখালী প্রেস ক্লাব।

আজ রবিবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভুল চিকিৎসায় রাইফার মতো নিষ্পাপ শিশুদের আর যেন মারা না হয়। এ জন্য ম্যাক্স হাসপাতাল অবিলম্বে বন্ধ ও দায়ী চিকিৎসকদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী চিকিৎসক ফয়সাল ইকবালের আশ্রয়ে যেন অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমএস আলম, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, উপজেলা যুব লীগের সহ-সভাপতি মোরশেদ আলম, পৌরসভা ছাত্রলীগ আহ্বায়ক গিয়াস উদ্দিন সুমন, ছাত্রলীগ নেতা কামরুল হাসান অভি, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি একরামুল হক, বঙ্গবন্ধু পরিষদ উপজেলার শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য নুরুল আবচার, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি দীলিপ সর্দ্দার, উপজেলা খেলাঘর কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, শাহজাদা আবুল বশর শোকরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এম.এ মান্নান, সহ-সভাপতি রাজু দে, সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের, সহ-সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, ছাদেকুর রহমান সবুজ, মুহাম্মদ মহিউদ্দিন, দিশারী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শ্রীচরণ বিশ্বাস, সজীব চৌধুরী ও সংগীতা চৌধুরী।