অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেকোরেটর দোকানে পাওয়া গেল ১৮৬টি ট্রেনের টিকেট : আটক দুই

2
.

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরি মোড়ের একটি ডেকোরেটর দোকান থেকে কালোবাজারীর ১৮৬টি ট্রেনের টিকেট জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় দুই কালোবাজারীকে আটক করা হয়।

সোমবার (৯জুলাই) রাত সাড়ে ১০টার দিকে  গোলাম হোসেন এন্ড সন্স ডেকোরেটরস দোকানে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলো,মোঃ রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর (৪৬) ও মোঃ মাহাবুবুল হক (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক এসএম ফজলুল রহমান ফারুকি  বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় অবৈধ টিকেটগুলো তারা পরস্পর যোগসাজসে পলাতক আসামী মোঃ হেলাল, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাদেক, মিজান, সাইমন উভয়ে কাউন্টারম্যান এবং আরএনবি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা/কর্মচারীদের নিকট হতে কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করতঃ অগ্রীম মজুদ রেখে আর্থিক বা অন্যবিধ লাভ করার উদ্দেশ্যে কালোবাজারে নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে

২ মন্তব্য
  1. Abir Chowdhury বলেছেন

    এজন্যই না ট্রেনের টিকেটের এত আকাল!
    রেলওয়ে পুলিশের এক কর্মচারী কয়েক সপ্তাহ আগে এয়ারপোর্ট রেলস্টেশনে ৬০০ টাকার টিকেট ব্ল্যাকে ১০০০ টাকা খুজছিল। কাউন্টারে বলেছিল টিকেট নাই।

  2. Rk Khan বলেছেন

    এর উৎস খুজে দায়ী রেলওয়ের সরকারী কর্মকর্তা কমর্চারীদের আইনের আওতায় আনতে হবে।