অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মেমোরি কার্ড কিনতে যা জানা জরুরি

0

নতুন মেমোরি কার্ড কেনা একটু জটিলই। কারণ, আলাদা আলাদা মডেল রয়েছে আর সঠিক মডেল এবং টার্মের দিকে বিশেষ গুরুত্ব রাখার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন-তেমন কোনো কার্ড কিনলে মনপুত পারফরমেন্স পাওয়া যাবে না। এজন্য সঠিক পারফরমেন্সের জন্য সঠিক মেমোরি কার্ড কেনার বিষয়ে কিছু টিপস দেয়া হলো—

উপযুক্ত মেমোরি কার্ড নির্বাচন:
যেকোনো মাইক্রো এসডি কার্ড যেকোনো মাইক্রো এসডি স্লটে সহজেই লাগানো যাবে। কিন্তু, সকল কার্ড ফরম্যাট সকল ডিভাইজে কাজ করবে না। তিনটি আলাদা কার্ড ফরম্যাট রয়েছে, যেগুলো আলাদা স্ট্যান্ডার্ড এবং আলাদা ক্যাপাসিটির ওপর তৈরি। SD, SDHC, এবং SDXC —microSD এর ক্যাপাসিটি মাত্র ২জিবি পর্যন্ত হয়ে থাকে এবং যেকোনো এসডি কার্ড স্লটে এটি সমর্থিত হয়। মাইক্রো SDHC ২ জিবি থেকে ৩২ জিবি পর্যন্ত ক্যাপাসিটি সমর্থন করে এবং যে ডিভাইসগুলো একে সমর্থন করে, শুধু সেখানেই এই কার্ডটি চলে। SDXC স্ট্যান্ডার্ডে ৩২ জিবি থেকে ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড বানানো সম্ভব। আর সাপোর্টেড ডিভাইসই শুধু এই টাইপের কার্ড কাজে লাগাতে পারে।

নতুন মেমোরি কার্ড কেনার সময় স্টোরেজ ক্যাপাসিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ সময় একজন ইউজার কতো ক্যাপাসিটি মেমোরি কার্ড কিনবে, সেটা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন না। ফলে প্রয়োজনের তুলনায় হাই-ক্যাপাসিটির কার্ড কিনে ব্যবহার করলে ডিভাইস স্লো হয়ে যায়।

আপনি কোন টাইপের ডাটা আপনার কার্ডে স্টোর করতে চাচ্ছেন, সে অনুসারে ক্যাপাসিটি পছন্দ করুন। কিন্তু, কিভাবে বুঝবেন, কোন টাইপ ডাটা কতটুকু স্পেস নেবে? নিচের টেবিলগুলো অনুসরণ করলে, এই ব্যাপারে আপনি ভালো ধারণা পাবেন।

মিউজিকের জন্য: FORMAT 512 MB 1 GB 2 GB 4 GB 8 GB 16 GB 32 GB
MP3 (256 Kbps) 60 Songs 120 Songs 240 Songs 480 Songs 960 Songs 1920 Songs 3840 Songs

ছবির জন্য: FORMAT 512 MB 1 GB 2 GB 4 GB 8 GB 16 GB 32 GB
6 MP 195 Photos 395 Photos 730 Photos 1460 Photos 2820 Photos 5840 Photos 11680 Photos
7 MP 178 Photos 340 Photos 650 Photos 1300 Photos 2600 Photos 5200 Photos 10400 Photos
8 MP 160 Photos 320 Photos 580 Photos 1160 Photos 2320 Photos 4640 Photos 9280 Photos
10 MP 143 Photos 290 Photos 440 Photos 880 Photos 1760 Photos 3520 Photos 7040 Photos
12 MP 100 Photos 250 Photos 340 Photos 680 Photos 1360 Photos 2720 Photos 5440 Photos
14 MP 75 Photos 205 Photos 260 Photos 525 Photos 1050 Photos 2100 Photos 4200 Photos
18 MP 40 Photos 150 Photos 154 Photos 310 Photos 620 Photos 1240 Photos 2840 Photos

ভিডিও’র জন্য: FORMAT 512 MB 1 GB 2 GB 4 GB 8 GB 16 GB 32 GB
Standard 20 Mins 35 mins 50 Mins 100 Mins 3.3 Hrs 6.7 Hrs 13.3 Hrs
720p 10 Mins 15 Mins 22 Mins 45 Mins 90 Mins 3 Hrs 6 Hrs
1080p 5 Mins 10 Mins 20 Mins 40 Mins 80 Mins 2 Hrs 4 Hrs

মেমোরি কার্ডের গতি:
SDHC এবং SDXC মেমোরি কার্ডগুলো আলট্রা হাই স্পিড বাস ইন্টারফেসকে সমর্থন করে। এর মানে হচ্ছে, এই কার্ডগুলো অনেক দ্রুত ডাটা রিড রাইট করার ক্ষমতা রাখে। আলট্রা হাই স্পিডকে সাধারণত ইউএইচএস (UHS) ধরা হয়। এর আবার দুটি ভার্সন রয়েছে; ইউএইচএস-১ এবং ইউএইচএস-২। ইউএইচএস-১ সর্বোচ্চ ১০৪ মেগাবাইট/সেকেন্ড এবং ইউএইচএস-২ ৩১২ মেগাবাইট/সেকেন্ড পর্যন্ত স্পিড দিতে সক্ষম। তবে ইউএইচএস থেকে সুবিধাগুলো পেতে অবশ্যই আপনার ডিভাইস এটিকে সমর্থন করতে হবে।

এছাড়া আপনার মেমোরি কার্ড কতটা ফাস্ট হবে সেটা নির্ভর করে এর ক্লাস রেটিংয়ের উপর। মোট ৪টি ক্লাস রেটিং রয়েছে, ক্লাস ২— সর্বনিম্ন ২ মেগাবাইট/সেকেন্ড স্পিড; ক্লাস ৪— সর্বনিম্ন ৪ মেগাবাইট/সেকেন্ড স্পিড; ক্লাস ৬— সর্বনিম্ন ৬ মেগাবাইট/সেকেন্ড স্পিড এবং ক্লাস ১০— সর্বনিম্ন ১০ মেগাবাইট/সেকেন্ড স্পিড প্রদান করতে সক্ষম।

নকল কার্ড থেকে সাবধান:
নকল মেমোরি কার্ড কেনা একেবারেই আশ্চর্যজনক কিছু নয়। অনেকেই শপিং মল থেকে কম টাকা দিয়ে বড় বড় ক্যাপাসিটি মেমোরি কার্ড কিনে নিয়ে আসেন। কিন্তু, সেগুলোর ক্যাপাসিটি অনেক কম হয়ে থাকে, সাথে ক্লাস রেটিংও ভুল থাকে।

তাই সস্তায় কার্ড কেনা থেকে বিরত থাকুন। দেখবেন মাত্র ৩০০ টাকা দিয়ে ৩২ জিবি কার্ড কিনেছেন। কিন্তু, ৪ জিবি ডাটা লোড করার পরে ক্যাপাসিটি শেষ শো করবে বা প্যাকেটের গায়ে বা কার্ডের ফেক স্পিড রেটিং করা থাকে। উইন্ডোজ কম্পিউটারের জন্য একটি ইউটিলিটি রয়েছে H2testw— যার মাধ্যমে মেমোরি কার্ড ফেক কিনা, তা ডিটেক্ট করতে পারবেন।

বেস্ট চয়েজ হবে, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট মেমোরি কার্ড নির্বাচন করা। অর্থের কথা সেক্ষেত্রে না ভাবলেও চলবে।