অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোতোয়ালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
.

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার উদ্যোগে জনসচেতনা বাড়াতে ওপনে হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১জুলাই) সকালে কোতোয়ালী থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন, এর সভাপতিত্ব ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহেদুল কবির এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব  অহিদ সিরাজ চৌধুরী স্বপন,অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জাহাঙ্গীর আলম, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তারেক সোলায়মান সেলিম, ১৬,২০,৩২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর, জনাব মোঃ গিয়াস উদ্দিন, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, ৩৩, ৩৪ ও ৩৫নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর লুৎফর নাহার দোভাষ বেবী, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ কোতোয়ালী থানা এলাকার সকল বীট পুলিশিং কমিটির সভাপতি, সেক্রেটারী ও সদস্যসহ প্রায় ৩০০ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রায় ২৫ জন স্থানীয় জনগণ থানা এলাকার মাদক, ছিনতাই, ইভটিজিং সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বক্তব্য দেন।

বক্তব্যে মোটরসাইকেল বিরোধী অভিযান সহ মাদক ও সন্ধ্যার পরে আড্ডা বিরোধী অভিযানের বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।