অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহেশখালীর দুর্গম পাহাড়ে অভিযান, ২০টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ২

0
.

কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ের অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।  সেখানে রাতভর অভিযান চালিয়ে ২০টি অস্ত্র ও বিপুল পরিমাণ  গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) রাতে মহেশখালী এ অভিযান চালায় র‌্যাব।  এসময় আটককৃতরা হলেন, অস্ত্র তৈরীর কারিগর মোহাম্মদ শহীদুল্লাহ (৩১) ও আব্দুল হাকিম। (৩৮)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান ভোরে পাঠক ডট নিউজকে জানান, শনিবার রাতে মহেশখালীর কালারমার ছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধানে অভিযান শুরু করে।  অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

তাদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালানো হয়।  অভিযানে ২০টির মত আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান এএসপি মিনতানূর।