অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে রেল ক্রসিং-এ ট্রেন ও ট্রাকের সংঘর্ষ

0
ফাইল ছবি।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের রেল ক্রসিং অতিক্রমকালে পণ্যবাহি ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিন এবং ট্রাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম জুট মিল (আলী চৌধুরী পাড়া) সংলগ্ন রেল ক্রসিং এ ঘটনা ঘটেছে।

এদিকে এ ঘটনার পর স্লিপারের গাঁথুনি দিয়ে ঝূকিপূর্ণ রেল ক্রসিংটি বন্ধ করে দেন রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেসরকারী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউরো ফিড প্রাইভেট লিঃ এর ভুট্টা বোঝাই একটি ট্রাক রেল ক্রসিং এলাকা অতিক্রমকালে ঢাকাগামী সূর্বণা এক্সপ্রেস এর সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিন রুমের সামনের অংশ ও ট্রাকটির পিছনের অংশের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। তবে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

দূর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন স্লিপারের গাঁথুনি দিয়ে রেল ক্রসিংটি বন্ধ করে দেয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার জানান, রেল ক্রসিংটি ঝুঁকিপূর্ণ। এসকেএম জুট মিল কর্তৃপক্ষ ব্যবহারের অনুমতি নিয়েছিল। এতে কর্মরত গেটম্যানের বেতন কারখানা কর্তৃপক্ষ পরিশোধের কথা থাকলেও তারা তা পরিশোধ করেননি। এতে দীর্ঘ বছরের বকেয়া বেতনের কারনে রেল ক্রসিংটি পূর্বে বন্ধ করেন রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু কে বা কারা ক্রসিংয়ের উপর স্লিপারের গাঁথুনি গুলো উপড়ে ফেলে দিয়েছিল। যার ফলে ঝূকিপূর্ণ এ রেল ক্রসিং এ পূণরায় দূর্ঘটনার সৃষ্টি হয়েছে।