অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে আইনজীবী ঐক্য পরিষদের মানববন্ধন পালিত

0
.

কুষ্টিয়ার আদালত চত্বরে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুর রহমানের উপর কতিপয় সন্ত্রাসী দুস্কৃতিকারী কর্তৃক হামলা, গাড়ী ভাংচুর, রক্তাক্ত গুরুত্ব জখম হত্যা চেষ্টার প্রতিবাদে আজ বুধবার দুপুর ১২ টায় চট্টগ্রাম আদালত ভবন চত্বরে আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তি প্রদান ও মিথ্যা মামলায় কারাবন্ধী ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সকল রাজনৈতিক কারাবন্দীর মুক্তির দাবী জানান।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক, জাতীয়তাবাদী আইজীবী ফোরামের সভাপতি এড. মুহাম্মদ দেয়োয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও আইনজীবী ঐক্য পরিষদের সমন্বয়কারী, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন আইনজীবী ঐক্য পরিষদের সমন্বকারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. মোঃ জহুরুল আলম।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এড. মকবুল কাদের চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, এড. বদরুল আনোয়ার, ইসলামিক ল’ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. আবদুল মালিক, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. আবদুস সাত্তার সারোয়ার, এড. আবদুল মালেক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. এস ইউ এম নুরুল ইসলাম, এড. আবদুল খালেক শাহজাহান, মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, এড. ফৌজুল আমিন চৌধুরী, এইচ এস আবুল হাসান, এড. কাজী মোঃ সিরাজ, এড. মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, ইসলামিক ল’ইয়াস কাউন্সিলের সিনিয়র সদস্য এড. সৈয়দ এহতেশামুল হক, এড. কবির হোসেন, এড. মোঃ মাঈনুদ্দিন, এড. নাছিমা আক্তার চৌধুরী, এড. মাহফুজুর রহমান মিল্লাত, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. এরশাদুর রহমান রিটু, এড. আবদুল কাইয়ুম ভূঁইয়া, এড. মোঃ আরিফুর রহমান, এড. মোঃ শাহাদাত হোসেন, এড. কাজী আজাদ, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এড. মোঃ তাজুল ইসলাম, এড. আবদুছ ছফুর, এড. মোঃ জসিম উদ্দিন, এড. রাহিম উদ্দিন চৌধুরী, এড. মুরশিদ আলম, এড. জানে আলম, এড. কানিজ কাউছার চৌধুরী, এড. আলী হাসান ফারুক, এড. রায়হান সালেহীন, এড. নিলুফার ইয়াসমিন লাভলী, এড. মশকুরা বেগম মেরী, এড. আশরাফী বিনতে মোতালেব, আইনজীবী সমিতির অর্থ সম্পাদক এড. শফিউল হক চৌধুরী সেলিম, এড. ইসকান্দর সোহেল, এড. নেজাম উদ্দিন, আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক এড. হাসনা হেনা, এড. আনোয়ার হোসেন, এড. সানজিক আকবর, এড. রেজাউল করিম রনি, এড. আউয়াল খান, এড. নাছির উদ্দিন, এড. কে.এম খাইলুদ্দিন মাহমুদ, এড. শফিউল আজম, এড. আবদুল্লাহ আল মামুন, এড. রবিউল হোসেন নয়ন, এড.এহসানুল হক, এড. আকিব চৌধুরী, এড. আলী ইয়াছিন, এড. মফিজুর রহমান, এড. তৌহিদুল ইসলাম, এড. মইনউদ্দিন, এড. তৌহিদ হোসেন সিকদার, এড. জাহেদ হোসেন, এড. তৌফিক উদ্দিন, এড. শেখ তাপসী তহুরা, এড. আবদুল জাব্বার প্রমুখ।  প্রেসবিজ্ঞপ্তি