অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গরমের স্বস্তি রাশিয়ান সালাদ

0

গরমে একটু রিচফুডেই হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। এর থেকে মুক্তি পেতে খেতে পারেন রাশিয়ান সালাদ। রাশিয়ান সালাদ তৈরি করা খুবই সহজ। এর স্বাদও দারুণ।

রেস্টুরেন্টে গিয়ে এই সালাদ আর খেতে হবে না কারণ, খুব সহজেই হাতের কাছের কিছু উপকরণ দিয়ে আপনি এই সালাদ তৈরি করতে পারবেন। চলুন দেখে নেই রেসিপিটি।

উপকরণ:

. গাজর সিদ্ধ কিউব করে কাটা ৫০ গ্রাম।

. আলু সিদ্ধ কিউব করে কাটা ৫০ গ্রাম।

. পেয়াঁজ কালি ছোট ছোট টুকরো করে কাটা ৫০ গ্রাম।

. শিমের বিচি ১৩-১৫টি।

. ম্যাকারনি সিদ্ধ এক কাপ।

. আপেল কিউব কাট এক কাপ (সিদ্ধ)।

. আনারস কিউব কাট এক কাপ (সিদ্ধ)।

. অলিভ ৫টি।

. লবণ পরিমাণ মতো।

. গোল মরিচ গুড়া সামান্য।

. চিনি দুই চা চামচ বা টেস্ট অনুযায়ী।

. লেবুর রস এক টেবিল চামচ।

. মেয়োনিজ চার টেবিল চামচ।

. মিল্ক ক্রিম এক টেবিল চামচ (না থাকলে গুড়ো দুধ এক চামচ বা কনডেন্সন্ড মিল্ক এক চা চামচ, এক্ষেত্রে চিনি একটু কম দিবেন)

প্রণালী:

সব সবজিগুলো কিউব করে কেটে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ম্যাকারনি নডুলস সিদ্ধ করে আলাদা করে রাখুন। এবার একটি পরিষ্কার পাত্রে সব উপকরণগুলো এক সঙ্গে মিশিয়ে নিন। ব্যাস তৈরি মজাদার রাশিয়ান সালাদ। এই সালাদ ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালো লাগবে। চাওমিন এর সঙ্গেও খেতে পারেন।

তাছাড়া রাশিয়ান সালাদ খুব পুষ্টিকর। যারা ডায়েট করছেন তারা রাশিয়ান সালাদ এমনি খেতে পারেন, উপকার পাবেন। এই সালাদের সবচেয়ে মজার ব্যাপার হলো ইচ্ছেমতো এই সালাদে সবজি বা ফল যোগ করা যায়।