অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিজেই তৈরি করুন ফ্রুট ম্যাসাজ ক্রিম

0

ম্যাসাজ ক্রিম রক্ত চলাচল বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। বাজারে নানা ব্র্যান্ডের ম্যাসাজ ক্রিম কিনতে পাওয়া যায়। বাজারের ক্রিমগুলো সব ত্বকের জন্য উপযোগী নয়। তাছাড়া এই ক্রিম ব্যবহারে ত্বকে নানা ক্ষতি হতে পারে। তাই ঘরে তৈরি করে নিতে পারেন ফ্রুট ম্যাসাজ ক্রিম।

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর বানাতেও কোনো ঝামেলা নেই। খুবই সহজ পদ্ধতি। আসুন জেনে নিই কি কি লাগে এটা বানাতে?

উপকরণ:

ফল (কালো আঙ্গুর, কমলা, স্ট্রবেরি অথবা অন্য কোনো রসালো ফল)।

ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল।

কর্ন ফ্লাওয়ার।

অ্যালোভেরা জেল

প্রস্তুত প্রণালী:

প্রথমে দুটি কমলার কোয়া, দুটি স্ট্রবেরি কুচি, চার/পাঁচটি আঙ্গুর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।

এর সঙ্গে এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার মেশান।

এবার একটি পাত্রে অল্প আঁচে পানি গরম করতে দিন। গরম পানির মাঝে ব্লেন্ড করা পেস্টের বাটিটি রাখুন (অনেকটা পুডিং বানানোর মতো করে)/ডাবল বয়েলার পদ্ধতি।

পেস্ট কিছুটা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। এবার এর সাথে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল আর ভিটামিন ই তেল দিয়ে ভালো মতো মিক্স করে নিবেন।

এবার ক্রিমটি ব্যবহারের জন্য পুরোপুরি তৈরি। এটি ঠাণ্ডা করে ফ্রিজে ৫-৭ দিন পর্যন্ত রাখতে পারবেন।

ব্যবহার বিধি:

ম্যাসাজ ক্রিম হাতের আঙুলের মাথায় নিয়ে ত্বকে ক্লক-ওয়াইজ বা এন্টি-ক্লক ওয়াইজ লাগাতে হবে। ভেজা আঙুল দিয়ে নিচ থেকে উপরে দিকে ম্যাসাজ করতে হবে।

এভাবে ধীরে ধীরে আঙুল দিয়ে ৪-৫ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর একটু তুলো অথবা নরম তোয়ালে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে স্কিন থেকে ক্রিমটি তুলে নিতে হবে। এভাবে ধীরে ধীরে স্কিন থেকে সম্পূর্ণ ক্রিম তুলে নিতে হবে।

টিপস:

. কমলা, স্ট্রবেরি, আঙুরের ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বকে রক্ত সঞ্চালন করে।

. এটি ত্বকের ভেতর থেকে পুষ্টি দিয়ে থাকে, ত্বকের বলিরেখা, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।

. অ্যালোভরা এবং ভিটামিন ই ক্ষতিগ্রস্ত ত্বককে ময়েশ্চারাইজার করে থাকে।

. এটি তৈলাক্ত এবং মিশ্র ত্বকের জন্য বেশ কার্যকর।

. তবে সব স্কিনেই ব্যবহার করা যাবে।