অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আল-জাজিরায় সাক্ষাৎকার দিয়ে গুমের শিকার ফটেগ্রাফার শহীদুল আলম

0
.

চলমান ছাত্র আন্দোলন নিয়ে আল জাজিরায় সাক্ষাতকার দেয়ার কারণে গুমের শিকার হলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার শহীদুল আলম।  রবিবার (৫ আগস্ট) রাতে ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার।

জানাগেছে, রাত আনুমানিক সাড়ে ১০টায় একটি গাড়িতে করে তাকে উঠিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছে শহীদুল আলমের ফটোগ্রাফি এজেন্সি দৃকের এক বিশ্বস্ত সূত্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা ডিভিশনের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি) আব্দুল্লাহেল বাকী জানিয়েছেন, শহীদুল আলমের পরিবার থানায় এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

তিনি বলেন, পুলিশ তাকে গ্রেফতার করেনি, আর আমরা এই ঘটনার ব্যাপারে কিছু জানি না। আমরা এ অভিযোগটি তদন্ত করে দেখছি।

উল্লেখ্য, রবিবার আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা’তে চলমান নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন ফটোগ্রাফার শহীদুল আলম।