অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দৃকের এমডি শহিদুলকে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

0
.

আইসিটি আইনের মামলায় পুলিশি রিমান্ডে থাকা দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে চিকিৎসার জন্য অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

 
শহিদুলকে রিমান্ডে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং তাকে হাসপাতালে পাঠানোর আবেদন জানিয়ে স্ত্রী রেহনুমা আহমেদের এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিকালে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
একই সাথে চিকিৎসা বোর্ড গঠন করে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওইদিন বাকি শুনানি অনুষ্ঠিত হবে।
 
আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
 
সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।