অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ষোলশহরে শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারালো চবি শিক্ষার্থী

1
.

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর রেল স্টেশনে শাটল ট্রেনের নীচে কাটা পড়ে দুই পা হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের  ছাত্র মু. রবিউল আলম (২৬)।

তিনি কক্সবাজার জেলার টেকনাফের হুয়াইরাং এলাকার মো. হোসেনের ছেলে বলে জানাগেছে।

আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

গুরুত্বর আহত রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ সময় মারুফা আক্তার নামে আরো এক ছাত্রী আহত হয়েছেন।  তিনি ইতিহাস ১ম বর্ষের শিক্ষার্থী।

.

প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানান, সকালে ক্যাম্পাসে যাওয়ার জন্য হুড়াহুড়ি করে ট্রেনে উঠার চেষ্টা করেন অপেক্ষামান শিক্ষার্থীরা।  এসময় ট্রেন চলতে থাকলে দরজায় ঝুলে থাকা রবিউল ও অপর এক ছাত্রী পা পিছলে নীচে পড়ে যান। এতে রবিউলের দুই পা’ই ট্রেনের নীচে কাটা পড়ে। ছাত্রীটি সামান্য আহত হয়।  রবিউলের মাথায়ও আঘাত লেগেছে।

চমেক পলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য নগরীর ষোলশহর স্টেশনে থেকে শাটল ট্রেনে উঠার সময় দুর্ঘটনায় পড়েন ছাত্র রবিউল আলম। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক তার জন্য প্রচুর এ পজেটিভ রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।