অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাইয়ে র‌্যাবের হাতে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার

0
.

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের এই  এএসআই বর্তমানে বরখাস্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

আজ শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮ টার সময় জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরবাজার থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।বাশার কুমিল্লা জেলার দেবীদ্দার উপজেলার বৈশের কোট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে।

বাশারের সাথে থাকা ব্যাগ থেকে সিলেট রেঞ্জের পুলিশের পোষাক ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাকেল জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর স্কোয়াড্রেন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, বাশার কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।  তিনি আরো বলেন, “আমরা জানতে পেরেছি বাশার আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। কিছুদিন আগে সে মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিল। তারপর থেকে সে বরাখাস্ত অবস্থায় আছে। সে কোন জায়াগা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কোথায় নিয়ে যাচ্ছিল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।