অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জমির বিরোধে বাঁশখালীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

0
election_clash_14391_1464433403_129463
ফাইল ছবি

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার বাহারছরা ইউনিয়নের ইলশা গ্রামে ইটভাটার জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তা্রের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

রোববার দুপুরে উপজেলার এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলমগীর হোসেন জানান, ইটভাটা্র জমি নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্থানীয় আবছার গ্রুপ এবং মর্তুজা আলী-লেদু মেম্বার গ্রুপের বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে রোববার উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়।সংঘর্ষ চলাকালে মর্তুজার অনুসারীদের ছোঁড়া ছররা গুলিতে অন্তত আটজন আহত হয়েছে।তবে, গুলিবিদ্ধ ব্যক্তির সংখ্যা আরো বেশী হতে পারে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া  জানান, বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি জানিয়ে বাঁশখালী থানার ওসি বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।