অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0
.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম আজিজুর রহমান আজাদ (৪২)। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের সামনে এ বন্দুকযুদেবধর ঘটনা ঘটেছে বলে র‌্যাব জানায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব)-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আজিজুর রহমান আজাদকে (৪২) ‘মাদক বিক্রেতা’ হিসেবে দাবি করছে র‌্যাব। তিনি সাভারের শ্যামপুরের আনিসুর রহমানের ছেলে।

র‌্যাব কর্মকর্তাদের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। সন্দেহ হওয়ায় একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেয় তারা।

কিন্তু গাড়ি না থামিয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ওই ‘মাদক বিক্রেতা’। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে।

‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আজাদ নিহত হয়।

র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা, একটি পিস্তল ও তিনটি বুলেট উদ্ধার করে র‌্যাবের সদস্যরা।

টেকনাফ থানার ওসি রঞ্জিত কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।