অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙ্গামাটিতে গৃহকর্তার দা’য়ের কোপে ডাকাত নিহত

0
.

রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়িতে বুধবার গভীর রাতে ডাকাতি করতে এসে বাড়ির মালিকের দায়ের কোপে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাড়ির মালিক জলকুমার চাকমা ও তার ছেলে কার্বারী। তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলকুমার চাকমা জানান, রাতে ৭/৮ জনের একটি ডাকাত দল তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে ঘরের সবাইকে বেঁধে ফেলে। এক পর্যায়ে তিনি বাঁধন খুলে হাতের কাছে থাকা দা দিয়ে কয়েকজন ডাকাতকে কোপাতে থাকে।

এসময় ঘরের লোকজনের চিৎকারে স্থানীয় ক্যাম্প থেকে সেনা সদস্যরা আসলে ডাকাতরা পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার সময় দা’য়ের আঘাতে গুরুতর আহত এক ডাকাত পথে মারা যায়। তবে তাৎক্ষণিক ওই ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ইউসুফ জানান, বুধবার মধ্যরাতের দিকে টিভিমন পাড়ার গ্রামপ্রধান জল কুমার কার্বাবির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ৭-৮ জনের ডাকাত দলটি গৃহকর্তার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতে চাইলে গৃহকর্তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতের মরদেহ উদ্ধার করে এবং গৃহকর্তাকে চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি।