অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ব্রাজিলে পুড়ে গেছে দুশো বছরের পুরনো জাদুঘর

0
.

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোর অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় দুইশ বছরের পুরনো জাতীয় জাদুঘরে । দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছেন। স্থানীয় সময় রোববার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ধারণা করা হচ্ছে, জাদুঘরটি বন্ধ থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। প্রায় ২কোটি মূল্যআবন সামগ্রী জাদুঘরটিতে সংরক্ষিত আছে।

১৮১৮ সালে বিজ্ঞান গবেষণার উদ্দেশে দ্য ন্যাশনাল মিউজিয়াম অব ব্রাজিল নামের প্রতিষ্ঠানটির জন্ম হয়। এটিই ব্রাজিলের সবচেয়ে পুরনো বিজ্ঞান বিষয়ক জাদুঘর।

দ্য ন্যাশনাল মিউজিয়ামে ব্রাজিল ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বেশকিছু শিল্প সামগ্রী সংরক্ষিত ছিলো। জাদুঘরের সংরক্ষণের তালিকায় ডায়নাসোরের হাড়, বিভিন্ন ফসিল, উল্কা পিণ্ড ও বারো হাজার বছর আগের নারীর কঙ্কাল উল্লেখযোগ্য। কঙ্কালটি আমেরিকা মহাদেশে সবচেয়ে পুরনো।