অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহ আমানতে মালিকবিহীন ৬৫ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক বিমান যাত্রীর কার্টন থেকে ১৩টি স্বর্ণের বার (১ কেজি ৫১৭ গ্রাম) উদ্ধার করেছে বিমান বন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় দোহা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটের যাত্রীর কার্টন তল্লাশী করে একটি চার্জ লাইটের ভেতরে লুকনোবস্থায় এসব স্বর্ণের বার পাওয়া যায় বলে জানান কাস্টমস কর্মকর্তারা

বিষয়টি নিশ্চিত করে বিমান বন্দর শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় কোন যাত্রীকে আটক করা যায়নি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নজরদারি বাড়িয়েছিলাম। বিমান আসার পর যাত্রীরা নেমে আসলে স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এরপর কার্টনটির মালিকানা দাবি করেনি কেউ।

কার্টনটি লাউঞ্জে এনে অপেক্ষা করা হয় যদি কেউ মালিকানা দাবি করে। শেষ পর্যন্ত কেউ মালিকানা দাবি না করায় সেটি খোলা হয়। পাওয়া যায় চার্জার লাইট। ওই লাইটের ব্যাটারির জায়গায় কৌশলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজার দর ৬৫ লাখ টাকা বলে জানান এ শুল্ক কর্মকর্তা।