অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহ আমানতে সোয়া কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার (সোয়া এক কেজি) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ রবিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রিজেন্ট এয়ারওয়েজের বিমানটি অবতরণের পর যাত্রীরা বেরিয়ে যাবার সময় তাদের মালামাল স্ক্যানিংকালে দুইটি ফ্রাইপ্যানের হাতলে কৌশলে লুকিয়ে আনা স্বর্ণেরগুলো ধরা পড়ে।

এসময় মো. কামাল উদ্দিন ও মো. আসাদুজ্জামান নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দুই যাত্রীর ল্যাগেজ তল্লাশী চালিয়ে সন্দেহজনকভাবে দুটি ফ্রাইপ্যানের প্যাকেট খুলে হাতলের নীচে কৌশলে রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

এদিকে সকাল সোয়া ৭টায় বিজি -১৪৮ ফ্লাইটে যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং করার সময় ৪ ব্যাগেজে ২৮৮ কার্টুন সিগারেট পাওয়া যায়। এর মধ্যে ২৫০ কার্টুন ডানহিল আর ৩৮ কার্টুন ৫৫৫ ব্রান্ডের সিগারেট। ৫৭৬০০ শলাকা সিগারেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।

তবে এসব মালামালের কোন দাবীদার পাওয়া যায়নি।