অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাকলিয়ায় শিবিরের ৩ সাথী প্রার্থী গ্রেফতার

0
.

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া কালামিয়া বাজার থেকে ইসলামী ছাত্রশিবিরের তিন সাথী প্রার্থীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ককটেল, বিভিন্ন ইসলামী বই ও শিবিরের কার্যক্রমের বিভিন্ন লিফলেট বাইতুল মালের বই, পরিদর্শন খাতা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- কক্সবাজার জেলার রামু পূর্ব বোমাংখিল এলাকার আবদুল হকের ছেলে মোহাম্মদ এরশাদ উল্লাহ (২২), পেকুয়া ফজুরপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে মো. মিজানুর রহমান (২৩), চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. আসিফ উদ্দিন (২৪)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের তিন সাথী প্রাথী গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাহাত্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসা থেকে দুইটি ককটেল, বিভিন্ন  বই ও শিবিরের কার্যক্রমের বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।