অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে বিএনপি ও আইনজীবি নেতাদের নামে মিথ্যা মামলাঃ নোমানের প্রতিবাদ 

0

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এক বিবৃতিতে চট্টগ্রামের সাবেক পিপি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবদুস সাত্তার,নগর বিএনপির সহসভাপতি এস কে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন,যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, জাহাঙ্গির আলম দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন ও এডভোকেট জাফর হায়দারের নামে খুলশী থানায় এবং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন ও দক্ষিণ কাট্রলী ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলামের নামে পাহাড়তলী থানায় মিথ্যা মামলা দয়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান বলেন,সরকার বিএনপি কে আন্দোলন ও নির্বাচন বিমুখ করার জন্য বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও গণগ্রেপ্তার করছে।সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারীর মতো একতরফা ও ভোটারবিহীন আরেকটি নির্বাচন করার পায়ঁতারা করছে কিন্তু সরকারের সে অপচেষ্টা সফল হবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকার ছাড়া কোন নির্বাচনে বিএনপি যাবে না এবং এ ধরনের কোন নির্বাচন বিএনপি হতে দেবেনা।তিনি বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল গায়েবী মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানান।