অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আইনমন্ত্রীর কথায় এসকে সিনহার বিরুদ্ধে মামলা হবে না-দুদক

0
.

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আইনমন্ত্রীর কথায় কারো (এসকে সিনহার) বিরুদ্ধে মামলা হবে না। মাননীয় মন্ত্রীর কথাতেও দুদকের অনুসন্ধান হবে না। মন্ত্রী যেটা বলেছেন, সেটা উনার কাছে জিজ্ঞাসা করেন।’

তিনি আজ সোমবার বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

‘আইনমন্ত্রী এর আগে বলেছেন- দুদকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলাও করা হতে পারে।’ এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দুদক চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনমন্ত্রী যা বলেছেন, সেটা আমি পত্রিকায় দেখেছি। মন্ত্রী মহোদয় যা বলেছেন, তা মন্ত্রীর বিষয়। আমরা তো কিছু বলিনি। আইনমন্ত্রীর কথায় কোনো মামলা হবে না। তার কথার প্রভাব দুদকে পড়ার কোনো সম্ভাবনা নেই। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব গতিতে কাজ করবে দুদক।’

আইনমন্ত্রী আনিসুল হক রোববার বিকেলে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে। দুদক তার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।’

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলে গত ২১ তারিখ জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘দুদকের আইনজীবী তো আমাদের মুখপাত্র না। তিনি আমাদের স্থায়ী উকিলও না। তিনি যে কোনো ব্যক্তির উকিল হতে পারেন, আপনারও হতে পারেন। আইনজীবী যেটা বলেছে, সেটা তার নিজস্ব বক্তব্য। তিনি দেশে নেই, আমি তার কাছে এ বিষয়ে জিজ্ঞাসাও করতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘সিনহার বিরুদ্ধে অনুসন্ধান করছি কি করছি না, সে প্রশ্নের জবাব এখন দিতে পারবো না। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা দালিলিক প্রমাণ পেলে দুদক অনুসন্ধান করবে। সেটা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে।’