অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়া থানার ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

0
. মামলা দায়েরের পর আদালত চত্বরে আইনজীবিরা

ক্ষমতার অপব্যাবহার, নির্যাতন, ঘুষ গ্রহণ, অবৈধ আটকের অভিযোগে পটিয়া থানার ৫ পু্লিশ সদস্যের বিরুদ্ধে  মামলা দায়ের করেছেন রিগান আচার্য নামে এক আইনজীবী।

আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয় । আদালত মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম সিরাজুল ইসলাম চৌধুরী। পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্ত পাঁচ পু্লিশ সদস্য হলেন- পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাজু মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুম, এএসআই মো. বশির, এসআই মো. খোরশেদ ও কনস্টেবল মো. হুমায়ুন।

মামলার বাদী আইনজীবি রিগান আচার্য  বলেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে  ধলঘাট এলাকায় আমার  শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে অভিযুক্ত পুলিশ সদ্যরা আমাকে কোন কারন ছাড়াই আটক করে । তার আমার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে । পরে তার কাছে থাকা ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।