অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সড়ক দুর্ঘটনায় মৃত্যুঃ “ভাইয়ের বিয়েতে আনন্দ করা হলো না অভির”

0
অভিজিৎ দত্ত।

জেলার বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী দত্তপাড়ায় কাকাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে চলছিলো আনন্দ আয়োজন। আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অভি দত্তের চাচাতো ভাই নান্টু দত্তের। বিয়ে উপলক্ষে বাড়িতে আসবে বলে ফোনে জানিয়েছিল অভি। অভি আসলো তবে লাশ হয়ে।

অভির চাচা মৃদুল দত্ত পাঠক ডট নিউজকে জানান, বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। সকল প্রস্তুতি শেষ করে জানতে পারলাম অভি আর নেই। সে আমার বড় ভাইয়ের সন্তান হলেও নিজের ছেলের চেয়ে কোনো অংশে কম ছিলো না।

আজ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে অভির মরদেহ এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের পরিণত হয়। ধর্মীয় রীতি অনুযায়ী নিজ বাড়ির পারিবারিক শশ্মানে অভির দাহ সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে নগরীর ষোলশহর দুই নাম্বার গেইটের কাছে আখতারুজ্জামান উড়াল সেতুতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক অভি দত্ত (৩০) নিহত হন। এছাড়া আরো ৩ জন আহত হয়।

.

নিহত অভি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী দত্তপাড়ার মৃত সাধন দত্তের ছেলে। চার ভাই এক বোনের মধ্য অভি সবার ছোট। সে নগরীর আগ্রাবাদ কণর্ফুলী মার্কেট অভি মোবাইল সার্ভিসিংয়ের স্বত্ত্বাধিকারী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনেস্টেবল শীলব্রত বড়ুয়া পাঠক ডট নিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে আনা হলে অভিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকী ২ জন হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি প্রাইভেট কার জিইসি থেকে বেপোরোয়া গতিতে বহদ্দার হাটের দিকে যাচ্ছিল। উড়াল সেতুতে দু’টি কার প্রতিযোগিতার সময় একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে জি-সুপার প্রিমিউ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলকে চাপা দেয়।

এতে মোটর সাইকেলটি অন্ততঃ ৫০ হাত দুরে গিয়ে ছিটকে পড়ে ও কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মোটর সাইকেলের চালকসহ ৩ আরোহী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অভিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

*আখতারুজ্জামান ফ্লাইওভারে কার-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১ (ভিডিও)