অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিশ্ব পর্যটন দিবসে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী-আলোচনা সভা

0
.

রাঙামাটি প্রতিনিধিঃ
বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকালে শহরে র‌্যালী বের করে পার্বত্য জেলা পরিষদ ও পর্যটন মোটেল কর্তৃপক্ষ। র‌্যালিতে নেতৃত্ব দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী।

র‌্যালীটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

.

পার্বত্য জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক কমিটির আহ্বায়ক অমিত চাকমা রাজু’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, ট্যুারিষ্ট পুলিশের পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, হোটেল মালিক সমিতির নেতা নেছার আহমেদ, রোভার স্কাউটস এর সভাপতি নুরুল আবছার। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন মোটেলের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া।