অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ গুগলের ২০ তম জন্মদিন

0
.

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের আজ ২০তম জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে এটি তাদের হোমপেজে একটি নতুন ডুডল তৈরি করেছে।

২০ বছর আগে আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল সার্চ জায়ান্ট গুগল।

২০তম জন্মদিনের গুগল ডুডলে এক মিনিট ৩৭ সেকেন্ড ব্যাপী একটি ভিডিওতে দুই দশক ধরে বিশ্বজুড়ে গুগলের সবচেয়ে জনপ্রিয় সার্চের বিষয়গুলো তুলে ধরা হয়।

অক্ষর আকৃতির বেলুন ও উপহার বাক্সের ডুডলে দেখা যায়, গুগল বানানের প্রথম ‘ও’ তে ২ এবং দ্বিতীয় ‘ও’ তে শুন্য প্রকাশ করে ২০ তম জন্মদিন উদযাপন করছে সার্চ ইঞ্জিনটি।

১৯৮৮ সালে দুইজন পিএইচডি শিক্ষার্থী- ল্যারি পেজ ও সার্জ ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন। গুগল সার্চ ১৯০টি দেশের ১৫০টিরও বেশি ভাষায় অনুসন্ধান ফল দেখায়।

গুগলের মূল উদ্দেশ্য হল ‘বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া।’

যদিও এই সার্চ ইঞ্জিনের জন্মদিন নিয়ে রয়েছে মতভেদ। এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর জন্মদিন পালন করত গুগল।

গুগলের প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে অবস্থিত।