অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইউএনবি ও সিনহুয়ার সংবাদ বিনিময় চুক্তি স্বাক্ষর

0
.

বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পারিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে বৃহস্পতিবার একটি সংবাদ বিনিময় চুক্তি সই করেছে ইউনাইডেট নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এবং চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

চুক্তির আওতায় বার্তা সংস্থা দুটি প্রচারের জন্য পরস্পরকে নিজেদের সেবা সরবরাহ করবে।

রাজধানীর কসমস সেন্টারে ইউএনবি চেয়ারম্যান আমানুল্লাহ খান এবং সিনহুয়ার ঢাকা ব্যুরো প্রধান লিউ চুনতাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তিসই অনুষ্ঠানে ইউএনবি চেয়ারম্যান আমানুল্লাহ খান আশা প্রকাশ করেন যে সংবাদ বিনিময় চুক্তিটি শুধুমাত্র সুযোগ প্রসারিত এবং গ্রাহকদের মাঝে ইউএনবি সেবার মানই বৃদ্ধি করবে না, সেই সাথে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দীর্ঘ পথের সাথী হবে।

এসময় সিনহুয়ার ব্যুরো প্রধান লিউ চুনতাও বলেন, এই সংবাদ বিনিময় চুক্তি উভয় সংস্থার জন্য নতুন সুযোগের সম্ভাবনা উন্মুক্ত করে দেবে। সেই সাথে তা অনুবাদের মতো অন্যান্য ক্ষেত্রে অধিকতর সহযোগিতার পথ সুগম করবে।