অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কালুরঘাট সেতু হবে- মোছলেম উদ্দিন

1
moslem
বোয়ালখালীতে শোক দিবসের সমাবেশে বক্তব্য রাখছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী শতভাগ বিদ্যুৎতায়িত হয়েছে, কালুরঘাট সেতুও হবে । এসরকারের আমলে বোয়ালখালী পৌরসভা, ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছে। যার সুফল বোয়ালখালীবাসী ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে ।

শনিবার (১৩ আগষ্ট) বিকালে বোয়ালখালী উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, দেশে জঙ্গীবাদের নামে কারা অশান্তি সৃষ্টি করছে সবাই জানে। এদেশ স্বাধীন হবার আগে থেকেই ষড়যন্ত্র অব্যাহত আছে । জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মধ্যদিয়ে এদেশের উন্নয়ন,অগ্রযাত্রার চাকা পেছনের দিকে নিয়ে যেতে সচেষ্ট রয়েছে একটি কুচক্রীমহল । স্বাধীনতার বিরোধী শক্তিকে সাথে নিয়ে জঙ্গী মোকাবেলায় জাতীয় সংলাপের ধুয়ো তোলা বোকামী ছাড়া আর কিছুই নয় ।

উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শামীম আরা বেগমের সভাপতিত্বে,যুগ্ন আহবায়ক রেবেকা সুলতানা মনির পরিচালনায় বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক,দক্ষিণ জেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন,উপজেলা আ’লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, পৌর আওয়ামীলীগের আহবায়ক জহিরুল ইসলাম জহুর,যুগ্ন আহবায়ক শেখ শহিদুল আলম ,উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মন্নান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম,কৃষকলীগের সভাপতি আবদুল মাবুদ,পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু,রেহেনা পারভিন রানু, ইউপি সদস্য বেলী আকতার ,জাহানারা সিদ্দীকা, জোবাঈদা রুনু, নাজমা আকতার,প্রনতি মুখার্জি, মহিলা আ’লীগের সদস্য হোসনে আরা বেগম, হাসিনা বেগম, ,সাবেক ইউপি সদস্য আরতি চক্রবর্তী, রেখা সর্ববিদ্যা, রেহেনা আকতার, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিন সুমন ।

১ টি মন্তব্য
  1. Tasnuva Promee বলেছেন

    হবে তো জানি কিন্তু কখন?? ???