অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খালেদা জিয়াকে অবশেষে বিএসএমএমইউতে ভর্তি

0
.

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতের নির্দেশনা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তরের পর শনিবার বিকালে সেখানে ভর্তি করা হয়েছে।

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন জানান, আদালতের আদেশ অনুযায়ী অধ্যাপক মো. আবদুল জলিল চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

খালেদা জিয়াকে হাসপাতালে আনার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চিকিৎসা দেয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে জানান আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিকেল বোর্ড রবিবার দুপুর ১টায় বৈঠকে বসবে।

এর আগে বিকাল ৩টা ৪০ মিনিটে নীল রঙের একটি পাজেরো গাড়িতে করে খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন ব্লকে নেয়া হয় বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আহমেদ।

বিএনপি প্রধানকে হাসপাতালের কেবিন ব্লকের ষষ্ঠতলায় রাখা হবে। তার জন্য আগে থেকেই ৬১২ ও ৬১৩ নম্বর কক্ষ দুটি ঠিক করে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে কারাগার থেকে অর্থোপেডিক বেড নিয়ে আসা হয়েছে।