অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডের মণ্ডপে মণ্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

0
.

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকী। আগামী ১৫ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হবে সার্বজনীন এই ধর্মীয় উৎসব। ১৯ অক্টোবর দেবীদূর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের উৎসব পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা।

চট্টগ্রামের অন্যান্য উপজেলার মতো সীতাকুণ্ডে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পুরোদমে চলছে প্রতিমা ও পূজা মণ্ডপ তৈরির কাজ।

সীতাকুণ্ড উপজেলায় এবার ৬০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভপতি বিমল চন্দ্র নাথ জানান, উপজেলা পূজা মন্ডপ ৬২টি ২টিতে ঘট পূজা বাকী ৬০ টিতে প্রতীমা পূজা অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর ষষ্ঠি। ১৯ অক্টোবর বিজয় দশমী বিজয় দশমীতে সীতাকুণ্ড পৌরসভায় প্রায় এক লাখ লাখ লোকের সমাগম হয়। বিজয় দশমীর র‌্যালী কলেজ রোড থেকে সীতাকুণ্ড উত্তর দক্ষিন বাইপাস প্রদক্ষিণ করে পুনঃরায় কলেজ রোড হয়ে গজারিয়া পাড়ে প্রায় ১ঘন্টা অবস্থান করবে। এরপর ব্যাসকুণ্ডে গিয়ে বিসর্জন দেয়া হবে। সীতাকুণ্ডে শুধু পৌরসভার পূজা মন্ডপগুলো অংশগ্রহণ করে। পৌরসভা পূজা মন্ডপের সংখ্যা- ১০টি।

.

এছাড়া ১ নং সৈয়দপুর ইউনিয়নে পূজা মন্ডপ রয়েছে ৬টি। ২ নং বারৈয়াঢালা ইউনিয়নে ৬টি, ৪ নং মুরাদপুর ইউনিয়নে ৪টি, ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নে ৬টি, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে ৩টি, ৭ নং কুমিরা ইউনিয়নে ৮টি, ৮ নং সোনাইছড়ি ইউনিয়নে ৫টি, ৯ নং ভাটিয়ারী ইউনিয়নে ৮টি, ১০ নং সলিমপুর ইউনিয়নে ৪টি পূজা মন্ডপ রয়েছে।

এদিকে, উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব নিয়ে প্রতিটি পাড়া-মহল্লা চলছে সাঁজ-সাঁজ রব। পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে পুজারী থেকে শুরু করে কর্মব্যস্ত সময় পার করছে দোকানীসহ প্রতিমা শিল্পীরা। আলোক সজ্জার সাথে মন্দিরে-মন্দিরে প্রতিমা শিল্পীর রঙ তুলির আছড়ে যেন জীবন্ত হয়ে উঠছে সু-দর্শন প্রতিমাগুলো। সব মিলিয়ে প্রতিটি এলাকাজুড়ে নেমে এসেছে মহাআনন্দের ছোয়া। তবে এক্ষেত্রে সকল আনন্দকে সর্বোত্তম জায়গায় এগিয়ে নিতে সর্বশেষ পরিশ্রম মূলে রয়েছে প্রতিমা তৈরীর শিল্পীরা।