অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“ধর্ম যার যার উৎসব সবার”- মেয়র আ জ ম নাছির

0
.

নগরীর জে.এম.সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন-বর্তমান সরকারের অধীনে দেশ আজ মহাউন্নয়নের দেশে পরিণত হয়েছে। সরকার সব সময় প্রতিটি ধর্মের প্রতি সমান মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। ধর্ম যার যার উৎসব সবার। এদেশ এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। অসম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষ এখন বৈষম্যহীন। সনতনী সম্প্রদায়ের বৃহৎ শারদীয় দূর্গোউৎসব এটি বাঙালীর জাতীয় উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু, সুন্দরভাবে পালন করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত, কালুর ঘাট প্রতিমা বিসর্জন স্থানে সুষ্ঠু সুন্দর শৃঙ্খলার মধ্যে দিয়ে করার জন্য সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আজ বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি এড. চন্দন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচীর মধ্যে ছিল পূজাঅর্চনা, দেবীর শুভ মহাষ্টমী পূজা ও দুপুর ১টায় পুষ্পাঞ্জলি প্রদান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ড. সেলিম জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এর সভাপতি এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এর সভাপতি শ্রী গৌরাঙ্গ দে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটি এর বাবেক সহ সম্পাদক দিদারুল আলম দিদার, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ কুামার ভট্টাচার্য্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্ দাশ টুনু। প্রধান বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। সঞ্চালনায় ছিলেন হিল্লোল সেন উজ্জ্বল। সহযোগিতায় এডভোকেট টিপু শীল (জয় দেব)।

এতে আরো উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি বিদ্যালাল শীল, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সহ-সভাপতি লায়ন দিলীপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, এড. নটু চৌধুরী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক বিপ্লব সেন, সদস্য নিখিল ঘোষ, পুলক খাস্তগীর, প্রদীপ শীল, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, দপ্তর সম্পাদক দোলন দেব, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সমাজ কল্যাণ সম্পাদক এড. তপন কুমার দাশ, এড. গৌতম সিং হাজারী, তারুণ তালুকদার, চন্দন পালিত, আর.কে রায়, বাপ্পী নন্দী, অঞ্জন দত্ত, স্টালিন দে, রাজীব চৌধুরী মিল্টন, স্বপন বৈষ্ণব, প্রিয়তোষ ঘোষ রতন, রাজেশ বিশ্বাস, প্রকৌশলী অমিত ধর, অরুণ রশ্মি দত্ত, নারায়ণ সিংহ, স্বরূপানন্দ চৌধুরী, পিন্টু দত্ত তমাল, বিশ্বজিৎ রায়, বিকাশ দাশ, লিটন শীল, সঞ্জয়ীতা দত্ত পিংকি, প্রকৌশলী সৈকত দাশ, এড. সুব্রত শীল রাজু, অসিক দত্ত, ডা: অপূর্ব ধর, সাজু চৌধুরী, অমিত ঘোষ, রিপন রায় চৌধুরী, কুশন সেন, জয় সেন, রোমেন চৌধুরী, অয়ন ধর ও রবিন দে প্রমুখ। রাত ৯টায় “অসুর বিনাশীনি তারা” পরিবেশনায়-বেতার ও টেলিভিশন শিল্পীবৃন্দ অনুপম দেবনাথ পাভেল, প্রিয়া ভৌমিক, নয়ন বিশ্বাস, বৈশাখী নাথ, জুসি বড়ুয়া, উপস্থাপনায়-রাজেশ বিশ্বাস। প্রেসবিজ্ঞপ্তি