অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামস্থ এস.এস.সি ২০০০ ব্যাচের পুনর্মিলনীর ব্যানার উন্মোচন

0
.

চট্টগ্রামস্হ এস.এস.সি ২০০০ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে এক প্রস্তুতি কমিটির সভা আজ নগরীর সিআরবি সিরিষ তলায় অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৭ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য পুনর্মিলনীর প্রস্তুতি সভার শুরুতে সদ্য প্রয়াত ভারতীয় উপ-মহাদেশ এর কিংবদন্তী গিটারিস্ট এবং চট্টগ্রামের কৃতি সন্তান আইয়ূব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবে দাড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।

সভায় বলা হয়, গ্রেডিং সিস্টেম প্রবর্তনের পূর্বের শেষ ব্যাচ যারা ২০০০ সনে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাই তারা নিজেদের কিংবদন্তী ব্যাচ বলে।

সেই ব্যাচের নাম জানাঅজানা বন্ধুদের একই ছাদের নিচে এনে একটা দিন উল্লাস করে কাটানোর লক্ষ্যে এ আয়োজনের মূল উদ্দেশ্য।  এ আয়োজনে সবাইকে পাশে চায় আয়োজকরা।

সভায় আরো বলা হয় আয়োজন চট্টলায় হলেও সারা বাংলাদেশের সকল কিংবদন্তীই উক্ত মহা-মিলনমেলায় অংশ গ্রহণ করতে পারবে।

চট্টগ্রামের এই মহা-মিলনমেলাতে আয়োজকবৃন্দ সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন অনুষ্ঠান সফল করতে।  বঙ্গোপসাগরের মোহনায় এবং কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বোট ক্লাব কে অনুষ্ঠান ভেন্যু হিসেবে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে, যাতে চট্টগ্রামের বাইরের বন্ধুদের কাছে চট্টগ্রামের নৈস্বর্গিক সৌন্দর্য্য ফুটিয়ে তোলা যায়।

অনুষ্ঠানে থাকবে সকালের নাস্তা, দুপুরের খাবারের পর বিকেলে নাস্তার ব্যবস্থা থাকবে। বন্ধুদের অংশ গ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান এবং চট্টলার বিখ্যাত ব্যান্ড শিল্পীদের নিয়ে ব্যান্ডশো অথবা একোস্টিক শো করা হবে।

এছাড়া র‍্যাফেল ড্র, সুভেনিয়্যর সহ অন্যান্য গিফট এবং নানা প্রকার সারপ্রাইজ থাকবে অনুষ্ঠান জুড়ে। সকলেন অনুরোধে স্বপরিবারে অংশ গ্রহণ করার ব্যবস্থাও থাকছে।

কিংবদন্তী রেজিস্ট্রেশন ফিঃ ১০০০ টাকা
স্বামী/স্ত্রীঃ ১০০০ টাকা।
বাচ্চাঃ ৩ বছরের নিচে হলে প্রবেশ ফ্রি।
৩-১২ বছরঃ ৫০০ টাকা এবং এর উপরে হলে ১০০০ টাকা।

রেজিস্ট্রেশন প্রসেসঃ

সশরীরে আমাদের বেশ কিছু মেম্বারদের কাছ থেকে রেজিস্ট্রেশন করা যাবে।
এম খোরশেদ আলম,
মিনহাজ উদ্দিন,মোহাম্মদ হাফিজ,আহমেদ ফারুক সোহাগ এবং ফজলে রাব্বি।

যারা চট্টগ্রামের বাইরে থেকে আসবে তাদের জন্য বিকাশ নম্বর/ব্যাংক একাউন্ট নম্বর হলঃ-
(বিকাশের ক্ষেত্রে খরচ সহ)
১)রোহান হোসাইন
বিকাশ নম্বর: ০১৮১৯৬৪০০০৪; অথবা মো.ওয়ালিদ হোসাইন,হিসাব নং: ১২৯১০১৭৮৮০৭
ডাচ বাংলা ব্যাংক লি:
২): মো:শাহনোমান
হিসাব নং: ০০৪১০২০৩০৮০৬০ ইস্টার্ণ ব্যাংক লি:

পেমেন্ট বুঝে পাওয়ার পর এন্ট্রি কার্ড ইস্যু করা হবে, এন্ট্রি কার্ড অনুষ্ঠানের দিন সকাল পর্যন্ত সংগ্রহ করা যাবে।