অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চসিকের সাথে পিডিবির সমঝোতা স্বাক্ষর

0
.

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে এমওইউ বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

আজ রবিবার (২১ অক্টোবর) দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতেতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিপ ইন্জিনিয়ার মো. মাহবুবুর রহমান ও সিটি কর্পোরেশনের সচিব মো.সামসুদ্দোহা এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম শহরে ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। আর এ জন্য এই কেন্দ্রে দৈনিক আড়াই হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী ১ বছরের মধ্যে এ প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হতে পারে বলে জানায় পিডিবি।

২০১৫ সালে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় এ প্রকল্প হাতে নেয়া হয়।