অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পুলিশের ওপর হামলার অভিযোগে ডা. শাহাদাত সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

0
.

চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের ওপর হামলা ও কোতোয়ালী থানার ওসি মো. মহসীনকে শাররীক নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি পন্থি আইনজীবিসেহ ১৫০ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।

মামলায় প্রধান আসামী করা হয়েছে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে।

আজ রবিবার বিকালে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালী থানার ওসি মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে আমীর খসরু সাহেবের জামিন বাতিল করলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষব্ধ হয়ে আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশের কাজে বাধা দেয়। এসময় বিএনপির লোকজন আমাকেও শাররিকভাবে মারধর করেছে।

তিনি জানান পুলিশের কর্তব্য কাজে বাধা ওসি’র পোশাক ধরে টানা হেঁছড়ার অভিযোগ এনে বিএনপির সভাপতি শাহাদাত হোসেনসহ অন্তত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে ঘটনার ব্যাপারে জানতে চাইলে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন পাঠক ডট নিউজকে বলেন, আমীর খসরু ভাইয়ের জামিন বাতিল করলে উপস্থিত বিএনপির আইনজীবিরা উত্তেজিত হয়ে পুলিশের সাথে বাক-বিতন্ডা করেছে। কোন ধরণের হামলার ঘটনা ঘটেনি।

তাছাড়া আমি কি কোন পুলিশের গায়ে হাত দিয়েছি..? তাহলে আমাকে কেন মামলার প্রধান আসামী করা হল..?