অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মদুনাঘাটে ওয়াসার সেপটিক ট্যাংকে গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

0
.

চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের একটি সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, পটুয়াখালীর আবদুর রউফের ছেলে নজরুল ইসলাম (৩০) ও বাগেরহাটের কচুয়ার মো. আল আমিনের ছেলে মো. ইউসুফ (২২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মদুনাঘাট এলাকা থেকে গ্যাসে আক্রান্ত দুইজনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবদুল করিম বলেন, এক মাস আগে ওয়াসার ঢালাই করা একটি সেপটিক ট্যাংকের মুখ খুলে ওই দুই শ্রমিক আজ সকালে ভেতরে ঢোকেন পরিস্কার করার জন্য।

সেখানে জমে থাকা পানি দূষিত হয়ে যাওয়ায় অ্যামোনিয়া গ্যাস আক্রান্ত হয়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।