অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু, বক্তব্য রাখছেন নেতারা

1
.

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে বক্তব্য দিচ্ছেন নেতারা।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি আদায়ের লক্ষে ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা মাঠে নেমেছেন। এ কর্মসূচির মধ্যদিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

এদিকে, সিলেটে আজ সরকারের উন্নয়ন লিফলেট বিতরন করছে আওয়ামী লীগ। দুপক্ষের কর্মসূচি নিয়ে শঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে দুই পয়েন্টে দুই দলের কর্মসূচি হওয়ায় এ শঙ্কা উড়িয়ে দিয়েছেন মহানগর আওয়ামী লীগে সভাপতি বদর উদ্দিন আহম্মেদ কামরান।

জানা গেছে, এ সমাবেশের আগের দিন মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত সিলেটে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

.

সিলেটে দুপুর ২টায় নগরীর ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ নেতারাকর্মীরা আসতে শুরু করেছেন। ১৪ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

ঐক্যফ্রন্টের স্থানীয় কর্মসূচি সমন্বয়ক আলী আহমদ বলেন,নেতারা ঢাকা থেকে এসে বিশ্রাম নিচ্ছেন। বেলা ১২টার পর থেকে নেতাকর্মীরা মাঠে আসা শুরু করবেন। আশা করছি একটি সফল সমাবেশ হবে।

সিলেটে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ইতিমধ্যে সমাবেশ সফলে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। মানুষ স্বতঃস্ফুর্তভাবে এ সমাবেশে যোগ দেবেন।

এর আগে নেতারা গতকাল রাতে এবং আজ বুধবার সকাল ৬টার দিকে সিলেটে পৌঁছান।

এরইমধ্যে প্রথম সমাবেশে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব ও নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

মাজার জিয়ারতের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এম এ হক, খন্দকার আবদুল মোকতাদির,সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমসহ স্থানীয় বিএনপি নেতারা।

ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে ঘিরে ড. কামাল হোসেনসহ কয়েকজন শীর্ষ নেতারা মঙ্গলবার রাতেই সিলেটে যান। ড. কামাল হোসেন, সুলতান মনসুর, মোস্তফা মহসিন মন্টুসহ কয়েকজন নেতা মঙ্গলবার রাতেই হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন।

গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। ওইদিন ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্যের কথা উপস্থাপন করা হয়। বিএনপি ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও নাগরিক ঐক্য মিলে এ ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে।

১ টি মন্তব্য
  1. đại lý xe tải বলেছেন

    Hi there, this weekend is nice for me, since
    this occasion i am reading this great informative piece of writing here at
    my home.