অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফিরিঙ্গীবাজার থেকে ২০ হাজার ইয়াবাসহ মিনি ট্রাক আটক

0
.

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট ফিরিঙ্গীবাজার বিআইডব্লিউটিএ অফিসের পাশে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।

গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন–ফেনী সদরের মৃত মজল হকের ছেলে মোঃ আব্দুর রহিম স্বপন (৩০) ও নারায়নগঞ্জের রুপনগর থানার ফজলুল হকের ছেলে মোঃ সোহেল (৩২)।

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৮৪৮২) থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, পলাতক আসামী মোঃ জসিম উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ক্রয় করে ফেনী শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করার জন্য তাদের মাধ্যমে বহন করে আসছিল এবং ইতোপূর্বে গাড়ীটি ইয়াবা ট্যাবলেট বহনের কাজে কয়েকবার ব্যবহার করছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে কক্সবাজার হতে মিনি ট্রাকের সু-কৌশলে ইয়াবা (মাদকদ্রব্য) বহন করে ফেনী শহরে বিক্রয় করে আসছিল।