অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডা. শাহাদাতসহ বিএনপির ৩১ নেতাকর্মী উচ্চ আদালতে জামিন

0
.
.

চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের ওপর কথিত হামলা সহ কোতোয়ালী থানার দুটি মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩১ জন নেতাকর্মী উচ্চ আদারত থেকে জামিন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বিএনপি নেতাদের ৮ সপ্তাহের জন্য জামিন দেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পাঠক ডট নিউজকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

.

জামিন পাওয়া নেতৃবৃন্দ হলেন, নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সহ-সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, উত্তর জেলা বিএনপি নেতা ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, কোষাধ্যক্ষ সৈয়দ সিহাব উদ্দীন আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ আলী মিটু, মঞ্জুরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মান্নান,  মহিলা দল নেত্রী ফাতেমা বাদশা, ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন, শেখ রাসেল সহ মোট ২৪ জন।

এদিকে কোতোয়ালী থানায় দায়ের করা অপর একটি গায়েবী মামলায় ৭জন বিএনপি নেতা জামিন লাভ করেছেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সোমবার আদালত ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের জামিন বাতিলের পর আইনজীবিদের সাথে পুলিশের বাকবিতণ্ডতার ঘটনায় কো‌তোয়ালী থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি অঙ্গ প্রতিষ্ঠানের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।