অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“সাত দফা দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো” মির্জা ফখরুল

0
.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,গায়ের জোরে বন্দুকের নলের মুখে কেউ কোন দিন টিকে থাকতে পারেনি পারবে না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে লড়াই চলছে। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে নিয়ে গেলেন এরপর কারাগারে পাঠালেন। এতো ভয় কেনো।

তিনি আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িস্থ নুর আহমদ সড়কে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত বিশাল সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেয়াকালে এ কথা বলেন।

ফখরুল আরো বলেন, সাত দফা দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো। কারো কাছে মাথা নত করবো না, পরাজিত হবো না। আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না।

তিনি বলেন, আপনাদের ভয়ের কারণ, আপনারা জানেন যে যদি ভোট দেয়ার সুযোগ পায় আপনাদের ভাঙা নৌকায় জনগণ আর উঠবে না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি ছিলেন, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ড. কামাল হোসেন। বিশেষ অথিতি ছিলেন,প্রধান বক্তা হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহেম্মদ, গন ফোরামের সদস্য সচিব মোস্তাফা মহসিন মন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোঃ মনছুর, কল্যান পার্টি চেয়ারম্যান জেনারেল সৈয়দ মোঃ ইব্রাহিম, গণফোরামের নির্বাহী সভাপতি এড সুব্রত চৌ, জেএসডি সাধারন সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্য সদস্য সচিব মোস্তাফা আমিন, এলডিপি মহাসচিব ডঃ রেদোয়ান আহম্মেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোঃ শাজহাজান, মীর মোঃ নাছির উদ্দীন, তানিয়া রব।