অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙ্গুনিয়া ও বাঁশখালিতে আগুনে পুড়ে গেছে রাইস মিলসহ ১০টি দোকান

0
.

চট্টগ্রামের  রাঙ্গুনিয়া ও বাঁশখালীতে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি রাইস মিলসহ ১০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রবিবার রাতে রাঙ্গুনিয়ার সরফ ভাটা ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভা এলাকা এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, রাঙ্গুনিয়া উপজেলার সরফ ভাটা ইউনিয়নের রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি গিয়ে ভোর চারটার দিকে আগুন নির্বাপন করেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি রাইস মিল ও ৩ মুদি দোকান পুড়ে ‘অন্তত ৩ লাখ টাকার’ ক্ষতি হয়েছে।  তবে স্থানীয়র জানায় আগুনে ক্ষয়ক্ষতি ৫ থেকে ৬ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

এদিকে নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে কর্মরত অপারেটর বিশু দে জানান, গতকাল রাত ১২টার দিকে বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। বাঁশখালী ফায়ার স্টেশনের একটি গাড়ি রাত ১টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।

আগুনে সাতটি বিভিন্ন ধরনের দোকান পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।