অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে গ্যাস লাইনের বিস্ফোরণে আহতদের মধ্যে দুই শিশুর মৃত্যু

0
.

চট্টগ্রামের হাটহাজারীর একটি ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে আহত ৫ জনের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হল- তানিম (৩) ও রাজিয়া সুলতানা (১১)।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুই শিশুর ৮০ ভাগ শরীর পুড়ে যায়। ভোরের দিকে তারা মারা যায়।

এ ঘটনায় অগ্নিদ্বগ্ধ আরো ৩জন বান ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- তানিমের মা সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মিম (০১) ও প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান।

এর আগে বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় জৈনেক মো. সেলিমের ভাড়া বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে ৫জন অগ্নিদ্বগ্ধ হয়ে আহত হয়েছে।

দুর্ঘটনার পরপরই সেখানে ছুটে যান চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, ডিবি পুলিশ, থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, কর্ণফুলি গ্যাস ডিস্টিভিউশনের লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।

*হাটহাজারীতে গ্যাস লাইন বিষ্ফোরণে আহত দুই শিশুর মৃত্যু