অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিচার ও বিবেচনার ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম : প্রধানমন্ত্রী

0
.

টানা দুই মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দৃশ্যমান উন্নয়ন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশটা আমাদের সকলের, দেশের ভাগ্য পরিবর্তনে এখন সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

এর আগে সন্ধ্যায় ৬টা ২০ মিনিট থেকে গণভবনে প্রবেশ করতে থাকেন ঐক্যফ্রন্ট এবং আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা। পরে সন্ধ্যা ৭টা ৫মিনিটে ব্যাংকুয়েট হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

.

এরপরই সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী তার সূচনা বক্তব্যে নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, আওয়ামী লীগ ৯ বছর দশ মাস ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছে, তা সবাই দেখতে পাচ্ছেন। আমি এর বিবেচনার ও বিচারের ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম। এতটুকু বলতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।’

প্রধানমন্ত্রী বলেন,‘দিন বদলের যে সূচনা করেছিলাম, সেই দিন বদল হচ্ছে। এটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা। আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি। আজকে সেই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জন্য যে আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছি। বাংলাদেশ এক, এদেশের এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে আজকের অনুষ্ঠান বিরাট অবদান রাখবে বলে মনে করি।’