অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রধানমন্ত্রীর দরজা সবার জন্য খোলা তবে নির্বাচন হবে সংবিধান অনুযারী

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বনেত্রী,তার কল্যাণে বাংলাদেশ আজ বিশ্বে একটি মডেল দেশ হিসেবে পরিচিত পেয়েছে। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

ঐক্য ফ্রন্টের সাথে প্রধানমন্ত্রী আলোচনা প্রসঙ্গে মন্ত্রী মোশাররফ বলেন, প্রধানমন্ত্রীর দরজা সবার জন্য খোলা, আলোচনা হতেই পারে তবে এটাই সত্য যে শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন হবে এবং তা সংবিধান মতেই হবে। সংবিধানের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই।

.

মন্ত্রী আজ শনিবার (৩ নভেম্বর) দুপুরে প্যাসিফিক জিন্স লিমিটেডের নিজস্ব অর্থায়নে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের ৪র্থ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।

স্কুলের সভাপতি আলহাজ্ব এ.কে.এম জাফর উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আল মামুন, প্যাসিফিক জিন্স এর পরিচালক আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ তানভীর, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল শম্পা রানী সাহা, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী প্রমূখ।

উপস্থিত ছিলেন-উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি,পৌর কাউন্সিলর সফিউল আলম মুরাদ, মুরাদপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহম্মদ, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, মীরশ্বরাই উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমূখ।